৯. বিভিন্ন কওমের লোকেরা যুগেযুগে কি ভাবে তাওহীদুর রুবূবিয়্যাহকে নষ্ট করেছে?
উত্তরঃ
ভূমিকা: আল্লাহর কোন কর্ম আল্লাহ ছাড়া অন্য কেউ করতে পারে বলে বিশ্বাস করলে তাওহীদুর রুবুবিয়্যাহর বিশ্বাস ভেঙ্গে চুরমার হয়ে যায়, নষ্ট হয়ে যায়। বিভিন্ন কওমের লোকেরা যুগেযুগে কি ভাবে তাওহীদুর রুবূবিয়্যাহকে নষ্ট করেছে তা নিম্নে আলোচনা করা হলো:
যুগে যুগে তাওহীদুর রুবুবিয়্যাহকে নষ্ট করা হয়েছে তিন ভাবে।
অর্থাৎ মানুষ না বুঝে তিন শ্রেণীর বস্তুর উপর রুবুবিয়াহ আরোপ করার মাধ্যমে তাওহীদুর রুবুবিয়্যাহকে নষ্ট করেছে। যথাঃ
১- নির্দিষ্ট আকৃতির মূর্তিঃ
তদানীন্তন কুরাইশরা মনে করত যে, আল্লাহর কিছু কিছু কর্ম তাদের দেব-দেবী বা মূর্তিরা বাস্তবায়ন করার ক্ষমতা রাখে।
এ যুগের অনেক নামধারী মুসলমান মনে করে যে, মৃত ওলী-আওলিয়া ও পীর-বুযর্গরা আল্লাহর কিছু কিছু কর্ম বাস্তবায়নের ক্ষমতা রাখে।
২- ধরা-ছোঁয়ার বাইরে এমন কিছু মাখলুকঃ
যেমন কুরাইশরা মনে করত যে, গ্রহ-নক্ষত্র, জিন ও ফেরেশতার মধ্যে রুবুবিয়্যাতের কোন কোন বৈশিষ্ট্য বিদ্যমান।
এ যুগেও অনেক নামধারী মুসলমান মনে করে যে, গ্রহ-নক্ষত্র, জিন ও ফেরেশতার মধ্যে রুবূবিয়্যাতের কোন কোন বৈশিষ্ট্য বিদ্যমান।
যেমন, উপকার-অপকার করা, ফসল বেশী হওয়া, বৃষ্টি-অনাবৃষ্টি, রোগ-বালা দূর করা ইত্যাদিতে তারা ভুমিকা রাখে।
৩ -এমন মূর্তি, যার নির্দিষ্ট যার নির্দিষ্ট কোন আকার নেইঃ
এমন কতিপয় জিনিসের মধ্যে তারা রুবূবিয়্যাহ আরোপ করেছিল, যে গুলোর নির্দিষ্ট কোন আকার-আকৃতি উদ্দেশ্য ছিলনা। যেমন আগুণ, নদী, পাহাড়, গাছ, পাথর কিংবা কোন স্থান।
এযুগেও ভ্রান্ত মুসলিমদের মধ্যে এর অন্ধ অনুসরণ দেখা যায়- যেমন: কবর, মাযার, থান, সিমেন্টের নির্মিত স্মৃতি স্তম্ভ, কোন পরহেজগার ব্যক্তির ব্যবহৃত লাঠি, গামছা, দাড়ি, পাগড়ি, আগুণ, নদী, পাহাড়, সোলেমানী পাথর, গাছের শেকড়, মাছের কাঁটা, তাবীয, রিং, তাগা, বালা, মাজারের মাটি, মাজারের আগরবাতির ছাই, ইত্যাদির মাধ্যমে তারা ভাল ভাগ্য সংগ্রহ কিংবা দুষ্ট আত্নাদের তাড়াতে চায়।
অনুরূপ, অনেক জিনিসের মধ্যে কূলক্ষণের ভিত্তিতে রুবুবিয়াহ আরোপ করে, যেমন, হিজড়া দেখলে ক্ষতি হয়, চোখের পাতা লাফালে বড় লোক হয়, টিকটিকি ডাকলে এই হয়, কাক ডাকলে অই হয়....!
এ ভাবে এরা সকলেই তাওহীদুর রুবূবিয়্যাহকে ধংস করেছে।
তবে এই ভ্রান্ত বিশ্বাস নিয়েই তারা বসে থাকেনি বরং এগুলোর উপাষণাও শুরু করে দিয়েছে।
আর তখন তাওহীদে রুবূবিয়্যার সাথে তাওহীদ আল উলূহিয়্যাকেও ধংস করে শিরকের নর্দমায় নিমজ্জিত হয়েছে