একজন মুমিনের জীবনে শিরকের কুফল গুলো কি কি? একটি সংক্ষিপ্ত তালিকা তৈরী করুন।
উত্তরঃ বেশ কয়েকটি কারণে শিরককে সব থেকে বড় জুলম বলা হয়। ( কারণ গুলোর দিকে একবার নজর দিলেই শিরকের ভয়াবহ পরিনতি সম্পর্কে জানা যাবে) যথা:
1- শিরক করলে মাখলূককে খালেকের সমতুল্য সাব্যস্ত করা হয়।
2- আল্লাহ বারবার ঘোষণা করেছেন যে, তাওবা না করলে শিরক কখনোও ক্ষমা করবেন না।
3- শিরক কারীর জন্য জান্নাত চিরতরে হারাম।
4- শিরক করলে জীবনের সমূদয় নেক আমল নষ্ট হয়ে যায়।
5- শিরক করলে তার জান মাল হরণ করা ইসলামী রাষ্ট্রের জন্য বৈধ হয়ে যায়।