হাদিস 4
আবদুল্লাহ ইবনে আমর (রা) বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
الرَّاحِمُونَ يَرْحَمُهُمْ الرَّحْمَنُ ارْحَمُوا مَنْ فِي الْأَرْضِ يَرْحَمْكُمْ مَنْ فِي السَّمَاءِ
রহমশীলদের প্রতি রহমানও রহম করেন। তোমরা পৃথিবীবাসীর প্রতি রহম করো তাহলে আকাশবাসী (মহান আল্লাহ) তোমাদের উপর রহম করবেন।
সূত্র: সুনান আল-তিরমিযী 1924, গ্রেড: সহীহ
হাদীস 3
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
كُنْ وَرِعًا تَكُنْ أَعْبَدَ النَّاسِ وَكُنْ قَنِعًا تَكُنْ أَشْكَرَ النَّاسِ وَأَحِبَّ لِلنَّاسِ مَا تُحِبُّ لِنَفْسِكَ مَا تُحِبُّ لِنَفْسِكَ تَكُمً وَأَحْسِنْ جِوَارَ مَنْ جَاوَرَكَ تَكُنْ مُسْلِمًا وَأَقِلَّ الضَّحِكَ فَإِنَّ كَثْرَةَ الضَّحِكِ تُمِيتُ الْقَلْبَ
হে আবূ হুরাইরা! তুমি নিজের মধ্যে আল্লাহভীরুতা অবলম্বন করো, তাহলে তুমি মানুষের মধ্যে সবচেয়ে বড় আবেদ হতে পারবে। আর অল্পে পরিতুষ্ট হও, তাহলে তুমি মানুষের মধ্যে সব থেকে বেশী কৃতজ্ঞ মানুষ হতে পারবে। মানুষের জন্য তা-ই পছন্দ কর, যা তুমি তোমার নিজের জন্য পছন্দ কর, তাহলে তুমি একজন (খাঁটি) মু’মিন হতে পারবে। তোমার প্রতিবেশীর প্রতি সদ্ব্যবহার কর, তাহলে তুমি একজন (খাঁটি) মুসলিম বিবেচিত হবে। আর কম কম হেসো, কারণ, অধিক হাসি অন্তরকে মেরে ফেলে।
সূত্র: সুনানে ইবনে মাজাহ 4217, সূত্র: সহীহ
হাদিস 2
আয়েশা (রাঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
إِنَّ مِنْ أَكْمَلِ الْمُؤْمِنِينَ إِيمَانًا أَحْسَنُهُمْ خُلُقًا وَأَلْطَفُهُمْ بِأَهْلِهِ
নিঃসন্দেহে, ঈমানের দিক থেকে সবচেয়ে পূর্ণাঙ্গ ঈমানদার তারাই যারা সর্বোত্তম চরিত্রের অধিকারী এবং যারা তাদের পরিবারের প্রতি সবচেয়ে বেশি সদয় আচরণ কারী।
সূত্র: সুনান আল-তিরমিযী 2612, গ্রেড: সহীহ
হাদিস 1
আবদুল্লাহ ইবনে আমর (রা) বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
مَنْ أَحَبَّ أَنْ يُزَحْزَحَ عَنْ النَّارِ وَيَدْخُلَ الْجَنَّةَ فَلْتُدْرِكْهُ مَنِيَّتُهُ وَهُوَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَيَأْتِي إِلَى النَّاسِ مَا يُحِبُّ أَنْ يُؤْتَى إِلَيْهِ
যে ব্যক্তি জাহান্নাম থেকে দূরে থাকতে চায় এবং জান্নাতে প্রবেশ করতে চায় তার মৃত্যু যেন এমন অবস্থায় আসে যে, সে আল্লাহ ও আখিরাতের দিবসের প্রতি ঈমান রাখে এবং সে যেন মানুষের সাথে এমনি আচরণ করে যে আচরণ সে তার নিজের জন্য পছন্দ করে।
সূত্র: সহীহ মুসলিম 1844, গ্রেড: সহীহ