হাদীস 5

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিততিনি বলেন, ‘হে আল্লাহর রাসূলমুশরিকদের বিরুদ্ধে দোয়া করুন! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

إِنِّي لَمْ أُبْعَثْ لَعَّانًا وَإِنَّمَا بُعِثْتُ رَحْمَةً

প্রকৃতপক্ষেআমাকে অভিশাপ দেওয়ার জন্য পাঠানো হয়নিবরং আমাকে কেবল রহমত হিসেবে পাঠানো হয়েছে।

সূত্র: সহীহ মুসলিম 2599, গ্রেড: সহীহ

Search Videos

Go to top