৮. একজন মুসলিমের জন্য এই তাওহীদের স্বীকৃতি কি যথেষ্ট? দলীলসহ ব্যাখ্যা করুন।


উত্তরঃ যথেষ্ট নয়। কারণ, পূর্ব যুগের কাফেরগণ এই তাওহীদের (কোন কোনটার) স্বীকৃতি দিয়েছিল। একথার দলীল-
▪️আল্লাহর বাণী: وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ اللَّهُ অর্থাৎ- “এবং যদি তাদেরকে প্রশ্ন করেন- কে সৃষ্টি করেছে আসমান ও যমীন? তবে অবশ্যই তারা বলবে- আল্লাহ। (সূরা লোকমান- ২৫, সূরা যুমার-৩৮, ইউনূস-৩১, সূরা মু’মিনূন-৮৮)

▪️আল্লাহর বাণী:
قُلْ مَن يَرزُقُكُمْ من السماءِ والأرْضِ أمّن يملكُ السمْعَ والأبْصارَ وَ مَن يُخْرِجُ الحَيَّ مِنَ المَيِّتِ وَيُخْرِجُ المَيِّتَ مِنَ الحَيِّ وَ مَن يُدَبِّرُ الأمْرَ ، فَسَيَقُولُونَ اللهُ ، فَقُلْ أفَلا تَتَّقُونَ
“তুমি বল : তিনি কে, যিনি তোমাদেরকে আসমান ও জমিন হতে রিজিক দিয়ে থাকেন? অথবা কে তিনি, যিনি কর্ণ ও চক্ষুসমূহের উপর পূর্ণ অধিকার রাখেন? আর তিনি কে, যিনি জীবন্তকে প্রাণহীন হতে বের করেন, আর প্রাণহীনকে জীবন্ত হতে বের করেন? আর তিনি কে যিনি সমস্ত কাজ পরিচালনা করেন? তখন অবশ্যই তারা বলবে যে, আল্লাহ। অতএব, তুমি বল: তবে কেন তোমরা (শিরক হতে) বিরত থাকছ না? ” (সূরা ইউনুস: ৩১)


▪️আল্লাহর বাণী আরো দেখুন:
قُلْ لِّمَنِ الْاَرْضُ وَمَنْ فِيْهَاۤ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ
"বল : এ পৃথিবী আর তার ভিতরে যা আছে তা কার? (বল) যদি তোমরা জান!"
سَيَقُوْلُوْنَ لِلّٰهِ ۗ قُلْ اَفَلَا تَذَكَّرُوْنَ
"তারা বলবে- আল্লাহর। বল : তবুও কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না?"
قُلْ مَنْ رَّبُّ السَّمٰوٰتِ السَّبْعِ وَرَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ
"বলঃ সাত আসমান আর মহান আরশের মালিক কে?"
سَيَقُوْلُوْنَ لِلّٰهِ ۗ قُلْ اَفَلَا تَتَّقُوْنَ
"তারা বলবেঃ (এগুলোর মালিকানা) আল্লাহর। বলঃ তবুও কি তোমরা (আল্লাহকে) ভয় করবে না?"
قُلْ مَنْ بِۢيَدِهٖ مَلَكُوْتُ كُلِّ شَيْءٍ وَّهُوَ يُجِيْرُ وَلَا يُجَارُ عَلَيْهِ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ
"বলঃ সব কিছুর একচ্ছত্র কর্তৃত্ব কার হাতে? তিনি (সকলকে) আশ্রয় দেন, তাঁর উপর কোন আশ্রয় দাতা নেই, (বল) তোমরা যদি জান।"

سَيَقُوْلُوْنَ لِلّٰهِ ۗ قُلْ فَاَ نّٰى تُسْحَرُوْنَ
"তারা বলবে (সকল কিছুর কর্তৃত্ব) আল্লাহর। তাহলে কেমন করে তোমরা যাদুগ্রস্ত হয়ে পড়ছ?" - মুমিনূন:84-89

দেখুন কাফেররা আল্লাহর রুবুবিয়ার কতগুলো বিষয় তারা মানতঃ
🔸 রিজিক দানকরা,
🔸 কান ও চোখের মালিকানা/রক্ষা কর্তা ও নিয়ন্ত্রণ কতা
🔸জীবন মৃত্যু দানকরা,
🔸পৃথিবী ও তার মধ্যকার সব কিছুর মালিক একমাত্র আল্লাহ
🔸সপ্তাকাশ ও মহা আরশের অধিপতি একমাত্র আল্লাহ
🔸সব কিছুর কর্তৃত্ব শুধু আল্লাহর
🔸আশ্রয়দাতা শুধু আল্লাহ

(সূরা ইউনূস/31, মুমিনূন:84-89)

কিন্তু তারা আল্লাহর তাওহীদ আল উলুহিয়্যাহ স্বীকার করত না; তাই তাদের রুবুবিয়্যার স্বীকৃতি ইসলামে প্রবেশের জন্য যথেষ্ট ছিল না।
আর এ কারনেই রাসূলুল্লাহ্ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাদেরকে কাফের ও মুশরিক বলেছেন, এবং তাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং তাদের জান-মাল ছিনিয়ে নেয়া হালাল ঘোষণা করেছিলেন