তাওহীদের সংজ্ঞা দিন।

উত্তরঃ তাওহীদ হল- ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে একক করা,

বা সকল ইবাদাত কেবল মাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট করা।

অথবাঃ একথা বিশ্বাস করা যে, আল্লাহই একমাত্র সত্য মা’বূদ, তাঁর কোন শরীক নেই, তাঁর কোন সমকক্ষ নেই।

(এখানে বলে রাখি যে, তাওহীদ একটি ব্যপক তাৎপর্যপূর্ণ বিষয়; এক কথায় তা সংজ্ঞায়িত করা কঠিন। তাই ইমাম ইবনু তাইমিয়ার মত বড় বড় ইসলামী মনিষীগণ তাওহীদকে তিন ভাগে বিভক্ত করে বুঝাবার চেষ্টা করেছেন। আমরাও সে ভাবেই বুঝার চেষ্টা করব ইন শা আল্লাহ!)

🔸 প্রশ্নঃ তাওহীদ কত প্রকার ও কি কি?

উত্তরঃ তাওহীদ তিন প্রকার:-

(১) তাওহীদ আর রুবূবিয়্যাহ, বা রবের একত্ববাদ।

(২) তাওহীদ আল উলূহিয়্যাহ, বা ইবাদাহর ক্ষেত্রে আল্লাহর একত্ববাদ! এবং 

(৩) তাওহীদ আল আসমা ওয়াস সিফাত বা নাম ও গুণাবলির ক্ষেত্রে আল্লাহর একত্ববাদ!


🔸প্রশ্নঃ তাওহীদ আর রুবূবিয়্যাহ কাকে বলে?

উত্তরঃ “আল্লাহকে তাঁর কর্মসমূহে এক ও অদ্বিতীয় হিসেব বিশ্বাস করাকে তাওহীদে রুবুবিয়াহ বলে।”

অর্থাৎ আল্লাহর কিছু কর্ম আছে; সেগুলোর ক্ষেত্রে দৃঢ় ভাবে বিশ্বাস করতে হবে যে, সে কাজ গুলো কেবল আল্লাহই করেন; আল্লাহ ছাড়া অন্য কেউ এসব কাজ করতে পারে না এবং আল্লাহকে কেউ এসব কাজে সাহায্যও করতে পারে না।

🔸 প্রশ্নঃ আল্লাহর কর্ম কি?

উত্তরঃ আল্লাহর কয়েকটি কর্ম যেমন- সৃষ্টি করা, রিযিক দেয়া, লালন-পালন করা, সবকিছু পরিচালনা করা, বিধান দেয়া, মালিকানা ও সার্বভৌমত্বের অধিকারী হওয়া, হেদায়াত দান করা, জীবন ও মৃত্যু দেয়া, বরকত দেয়া, বৃষ্টি বর্ষণ করা, ষশ্য ফুল ফসল ঘাস উদ্ভিদ উৎপাদন করা, সন্তান দেয়া, ভাগ্য নির্ধারণ করা, কোন বিষয়ে তাওফীক দান করা ইত্যাদি।

(তাওহীদ আর রুবূবিয়্যাহ সম্পর্কে প্রমান সহ জানার জন্য বাছাইকৃত কিছু আয়াত: সূরা আল ফাতিহা:২, ফুসসিলাত:৩৭, রূম:৪০, লুকমান:১১, শূরা:৪৯,৫০, আল ইমরান:২৬,২৭, আ’রাফ:৫৪, আনআম:৬৩,৬৪,৬৫, যুমার:৬২, হুদ:০৬, সাজদা:০৫, ইউনূস: ৩১,৩২,৫৬, মু’মেনূন:৮৬-৮৯, রা’দ:১৬,১৭, নামাল:৫৯-৬৫, ইউনূস-৩১, সূরা মু’মিনূন-৮৮)

🔸 মহান আল্লাহ বলেন:
يُدَبِّرُ الْأَمْرَ مِنَ السَّمَاءِ إِلَى الْأَرْضِ ثُمَّ يَعْرُجُ إِلَيْهِ فِي يَوْمٍ كَانَ مِقْدَارُهُ أَلْفَ سَنَةٍ مِمَّا تَعُدُّونَ ﴿٥﴾
তিনি আকাশ হতে পৃথিবী পর্যন্ত সকল বিষয় পরিচালনা করেন, অতঃপর সমস্ত কিছুই তাঁর দিকে ঊর্ধ্বগামী হয় এমন এক দিনে -- যা তোমাদের গণনায় হাজার বছরের সমান।
সূরা আস সাজদাহ/05

প্রশ্ন হলো- উক্ত আয়াতে আল্লাহর কি কি কর্ম উল্লেখ করা হয়েছে?

উত্তর নিজে বের করুন!!!!!!