মোবাইল ফোনেই পড়ুন বাংলা অনুবাদ সহ পবিত্র কুরআন।

 আব্দুল্লাহহিল হাদী বিন আব্দুল জলীল 

মোবাইল ফোনেই পড়ুন বাংলা অনুবাদ সহ পবিত্র কুরআন।

সাথে পিসির জন্য একটি অসাধারণ কুরআন

বর্তমানে মোবাইল ফোন আমাদের নিত্য সঙ্গী। মোবাইল উপযোগী আরবী কুরআনও একাধিক পাওয়া যায়। কিন্তু এখন পর্যন্ত মোবাইলে সাধারণভাবে বাংলা ভাষা সাপোর্ট করে না। বিধায় এতে কুরআনের বাংলা অনুবাদ পড়ারও সুযোগ হয় না। তাই আমাদের হাতের মোবাইল ফোনটিতে যদি একটি কুরআন থাকত এবং সাথে বাংলা তরজমা থাকত থাকলে কতই না ভাল হত তাই না?

তাই আপনাদেরকে এমন একটি সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দিব যার মাধ্যমে আপনার হ্যান্ড সেটটি যদি Java enable হয় এবং তা যদি ইন্টারনেট ব্যাবহার উপযোগী হয় তবে তাতে আপনি বাংলা তরজমা সহ কুরআন পড়তে পারবেন ইনশাআল্লাহ। চাই তা বাংলা সাপোর্ট করুক অথবা না করুক।

সফটওয়্যারটির নাম: Quran by biNu

এর বৈশিষ্ট্য সমূহ হল:

১) এতে আছে ত্রিশ পারা কুরআনের মূল আরবী।

২) বাংলা, ইংরেজি সহ ২০টি ভাষায় অনুবাদ।

৩) একদিক থেকে ধারাবাহিক ভাবে কুরআন ও অনুবাদ পড়ার সুবিধা আবার সূরা ও আয়াত নাম্বার লিখে কুরআনের যে কোন আয়াত খোঁজার সুবিধা।

৪) সফটওয়্যারটি ব্যবহারের ভাষা বাংলায় রূপান্তরিত করার সুবিধা।

৫) এটি সম্পূর্ণ ফ্রি এবং দ্রুতগতি সম্পন্ন।

তবে এই সফটওয়্যারটির মাধ্যমে কুরআন ও তরজমা পড়ার জন্য আপনার মোবাইলে ইন্টারনেট সংযোগ থাকা আবশ্যক। এতে খুব অল্প পরিমাণ ডাটা ব্যবহৃত হবে।

সুতরাং এই সফটওয়্যারটি ডাউন লোড করতে আপনার মোবাইল ব্রাউজারে গিয়ে লিখুন:

http://store.ovi.mobi/content/97796

তারপর ‘Quran by biNu’ নামক এই ছোট্ট সফটওয়্যারটি ডাউন লোড করে নিন। (মাত্র 0.16 কেবি)

জ্ঞাতব্য যে, OVI থেকে ডাউন লোড করার সময় ইউজার নাম ও পাসওয়ার্ড প্রয়োজন হবে। আগে থেকে এতে আপনার ইউজার ও পাস না থাকলে একটি ফ্রি একাউন্ট বানিয়ে নিন। তারপর লগইন করে সফটওয়্যারটি নামান।

অথবা ভিজিট করুন এই মোবাইল সাইটে: m.binu.com

তানযীল: কুরআন নেভিগেশন

কম্পিউটারে ইন্টারনেটের মাধ্যমে অনেক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারী সাহেবদের কণ্ঠে কুরআন তেলাওয়াত শোনা এবং বাংলা/ইংরেজি অনুবাদ পড়ার জন্য কুরআনের আরবী ও বাংলা শব্দ অনুসন্ধানের সুবিধা সহ ‘তানযীল: কুরআন নেভিগেশন’ অসাধারণ একটি ওয়েব সাইট। এটি পাবেন এখানে। ধন্যবাদ।

কুরআন হোক আমাদের জীবনের নিত্য সঙ্গী।