হাদিস 6

ইবনে মাসউদ (রাঃ) বর্ণনা করেছেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ

لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَّانِ وَلَا اللَّعَّانِ وَلَا الْفَاحِشِ وَلَا الْبَذِيءِ

মুমিন খোঁটাদানকারী হতে পারে না, অভিশাপকারীও নয়, অশ্লীল হয় না এবং  নির্লজ্জ বা অসভ্য হয় না।

সূত্র: সুনান আল-তিরমিযী 1977, গ্রেড: সহীহ