হাদিস 4
আবদুল্লাহ ইবনে আমর (রা) বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
الرَّاحِمُونَ يَرْحَمُهُمْ الرَّحْمَنُ ارْحَمُوا مَنْ فِي الْأَرْضِ يَرْحَمْكُمْ مَنْ فِي السَّمَاءِ
রহমশীলদের প্রতি রহমানও রহম করেন। তোমরা পৃথিবীবাসীর প্রতি রহম করো তাহলে আকাশবাসী (মহান আল্লাহ) তোমাদের উপর রহম করবেন।
সূত্র: সুনান আল-তিরমিযী 1924, গ্রেড: সহীহ