হাদিস 2

আয়েশা (রাঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

إِنَّ مِنْ أَكْمَلِ الْمُؤْمِنِينَ إِيمَانًا أَحْسَنُهُمْ خُلُقًا وَأَلْطَفُهُمْ بِأَهْلِهِ

নিঃসন্দেহে, ঈমানের দিক থেকে সবচেয়ে পূর্ণাঙ্গ ঈমানদার তারাই যারা সর্বোত্তম চরিত্রের অধিকারী এবং যারা তাদের পরিবারের প্রতি সবচেয়ে বেশি সদয় আচরণ কারী

সূত্র: সুনান আল-তিরমিযী 2612, গ্রেড: সহীহ